মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির ২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১০:০০ ঘটিকায় কলেজের শহিদ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কলেজ জীবনের শুরুতেই সঠিক দিকনির্দেশনা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবেন এবং শিক্ষাজীবনে সফলতার জন্য দিকনির্দেশনা প্রদান করবেন বলে জানিয়েছে ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।