বাংলাদেশ ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মাহতিম সাকিব

মাহতিম সাকিব: ‘মৌলিক গানেই এখন বেশি মনোযোগ’

মাহতিম সাকিব

জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব বর্তমানে তার মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘কভার সং’ গেয়ে জনপ্রিয়তা পেলেও, গত কয়েক বছর ধরে তিনি নিজস্ব মৌলিক গানেই বেশি মনোযোগ দিচ্ছেন।


নতুন গান ও ইউটিউব চ্যানেল

গত সপ্তাহে মাহতিম সাকিব তার নতুন গান ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছেন। এছাড়াও, তিনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন। এই প্রসঙ্গে সুদীপ কুমার দীপের সাথে তার কথোপকথন নিচে তুলে ধরা হলো।


গানের জগতে অনিয়মিত হওয়ার কারণ

কিছুদিন গানে অনিয়মিত থাকার কারণ জানতে চাওয়া হলে মাহতিম সাকিব বলেন, “গান একটি সৃজনশীল বিষয়। এখানে একঘেয়েমি চলে এলে সমস্যা। আমি একটু বিরতি নিতে চেয়েছিলাম। তাছাড়া অসুস্থতাও ছিল। গত বছর আমি খুব বেছে বেছে গান করেছি, হয়তো ১০-১২টি। এখন থেকে আবার নিয়মিত হয়েছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান করছি, পাশাপাশি অন্যদের জন্যও গাইছি। এছাড়াও, আরও অনেক নতুন গানের প্রস্তাব আছে, যেগুলো কিছুদিনের মধ্যেই গেয়ে ফেলব।”


ভেঙ্কটেশের সাথে চুক্তি নবায়ন

ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশের সাথে তার নতুন কোনো গান আসছে কিনা জানতে চাইলে তিনি জানান, “হ্যাঁ। ওদের সাথে আমার চুক্তি নতুন করে হয়েছে। আমরা ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছি। গত সপ্তাহে ওদের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। যেহেতু চুক্তিবদ্ধ, তাই এর বেশি কিছু বলতে পারব না। ওরা জানিয়েছে, আগস্টের মাঝামাঝি গানটি প্রকাশিত হবে।”


কভার গান থেকে মৌলিক গানে মনোযোগ

কভার গানের মাধ্যমে পরিচিতি পেলেও এখন কভার গান না করার কারণ জানতে চাওয়া হলে মাহতিম সাকিব বলেন, “যে গানগুলো ভালো লেগেছে, সেগুলোই কভার করেছি। আপাতত মৌলিক গান নিয়ে ব্যস্ততা বেশি। তারপরেও কয়েকটি গান কভার করার কথা মাথায় আছে। হয়তো সামনের মাসেই দু-একটি প্রকাশ করতে পারি।”


প্লেব্যাক ও অভিনয়ের ভাবনা

‘জংলি’ ছবিতে একটি গানে তাকে পাওয়া গেলেও আর কোনো প্লেব্যাক করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “এখনো করিনি। বেশ কয়েকজন নির্মাতার সাথে কথা চলছে। আমাদের দেশে তো ছবি নির্মাণ অনেক কমে গেছে। দুই ঈদ ছাড়া ছবি মুক্তিও পায় না। ফলে শিল্পীদের প্লেব্যাকও কমে যাচ্ছে। আমি সবসময় চলচ্চিত্রে গান করতে চেয়েছি, এখনো চাই। ব্যাটে-বলে হওয়ার অপেক্ষায় আছি।”

অভিনয়ের আগ্রহ আছে কিনা জানতে চাইলে মাহতিম সাকিব বলেন, “এখনো এই বিষয়টি নিয়ে ভাবিনি। আপাতত গানটাই করছি। অভিনয়ও একটি সৃজনশীল বিষয়। যেহেতু গানে আছি, কোনো একসময় সংলাপেও হয়তো আমাকে পাওয়া যাবে। তবে এখনই নয়, ঘোষণা দিয়েই আসব।”


দেশের বাইরে শো

দেশের বাইরে শো করার বিষয়ে তিনি জানান, “কয়েকটি দেশের সাথে কথা চলছে। আমি চাইলেই তো হবে না। ভিসার ব্যাপার আছে।”

মাহতিম সাকিব বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি প্রাথমিকভাবে “কাভার সং” গেয়ে পরিচিতি লাভ করেন, তবে বর্তমানে মৌলিক গানেই বেশি মনোযোগ দিচ্ছেন। সম্প্রতি তিনি “সুইসাইড নোট” শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন এবং একটি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন। তিনি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন এবং তাদের সাথেও নতুন গান নিয়ে কাজ করছেন। কাজের মাঝে খানিকটা বিরতি নিলেও, বর্তমানে তিনি আবার নিয়মিতভাবে গান করছেন এবং প্লেব্যাকসহ বিভিন্ন নতুন গানের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।

মাহতিম সাকিব

মাহতিম সাকিব: ‘মৌলিক গানেই এখন বেশি মনোযোগ’

প্রকাশিত: ১১:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব বর্তমানে তার মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘কভার সং’ গেয়ে জনপ্রিয়তা পেলেও, গত কয়েক বছর ধরে তিনি নিজস্ব মৌলিক গানেই বেশি মনোযোগ দিচ্ছেন।


নতুন গান ও ইউটিউব চ্যানেল

গত সপ্তাহে মাহতিম সাকিব তার নতুন গান ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছেন। এছাড়াও, তিনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন। এই প্রসঙ্গে সুদীপ কুমার দীপের সাথে তার কথোপকথন নিচে তুলে ধরা হলো।


গানের জগতে অনিয়মিত হওয়ার কারণ

কিছুদিন গানে অনিয়মিত থাকার কারণ জানতে চাওয়া হলে মাহতিম সাকিব বলেন, “গান একটি সৃজনশীল বিষয়। এখানে একঘেয়েমি চলে এলে সমস্যা। আমি একটু বিরতি নিতে চেয়েছিলাম। তাছাড়া অসুস্থতাও ছিল। গত বছর আমি খুব বেছে বেছে গান করেছি, হয়তো ১০-১২টি। এখন থেকে আবার নিয়মিত হয়েছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান করছি, পাশাপাশি অন্যদের জন্যও গাইছি। এছাড়াও, আরও অনেক নতুন গানের প্রস্তাব আছে, যেগুলো কিছুদিনের মধ্যেই গেয়ে ফেলব।”


ভেঙ্কটেশের সাথে চুক্তি নবায়ন

ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশের সাথে তার নতুন কোনো গান আসছে কিনা জানতে চাইলে তিনি জানান, “হ্যাঁ। ওদের সাথে আমার চুক্তি নতুন করে হয়েছে। আমরা ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছি। গত সপ্তাহে ওদের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। যেহেতু চুক্তিবদ্ধ, তাই এর বেশি কিছু বলতে পারব না। ওরা জানিয়েছে, আগস্টের মাঝামাঝি গানটি প্রকাশিত হবে।”


কভার গান থেকে মৌলিক গানে মনোযোগ

কভার গানের মাধ্যমে পরিচিতি পেলেও এখন কভার গান না করার কারণ জানতে চাওয়া হলে মাহতিম সাকিব বলেন, “যে গানগুলো ভালো লেগেছে, সেগুলোই কভার করেছি। আপাতত মৌলিক গান নিয়ে ব্যস্ততা বেশি। তারপরেও কয়েকটি গান কভার করার কথা মাথায় আছে। হয়তো সামনের মাসেই দু-একটি প্রকাশ করতে পারি।”


প্লেব্যাক ও অভিনয়ের ভাবনা

‘জংলি’ ছবিতে একটি গানে তাকে পাওয়া গেলেও আর কোনো প্লেব্যাক করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “এখনো করিনি। বেশ কয়েকজন নির্মাতার সাথে কথা চলছে। আমাদের দেশে তো ছবি নির্মাণ অনেক কমে গেছে। দুই ঈদ ছাড়া ছবি মুক্তিও পায় না। ফলে শিল্পীদের প্লেব্যাকও কমে যাচ্ছে। আমি সবসময় চলচ্চিত্রে গান করতে চেয়েছি, এখনো চাই। ব্যাটে-বলে হওয়ার অপেক্ষায় আছি।”

অভিনয়ের আগ্রহ আছে কিনা জানতে চাইলে মাহতিম সাকিব বলেন, “এখনো এই বিষয়টি নিয়ে ভাবিনি। আপাতত গানটাই করছি। অভিনয়ও একটি সৃজনশীল বিষয়। যেহেতু গানে আছি, কোনো একসময় সংলাপেও হয়তো আমাকে পাওয়া যাবে। তবে এখনই নয়, ঘোষণা দিয়েই আসব।”


দেশের বাইরে শো

দেশের বাইরে শো করার বিষয়ে তিনি জানান, “কয়েকটি দেশের সাথে কথা চলছে। আমি চাইলেই তো হবে না। ভিসার ব্যাপার আছে।”

মাহতিম সাকিব বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি প্রাথমিকভাবে “কাভার সং” গেয়ে পরিচিতি লাভ করেন, তবে বর্তমানে মৌলিক গানেই বেশি মনোযোগ দিচ্ছেন। সম্প্রতি তিনি “সুইসাইড নোট” শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন এবং একটি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন। তিনি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন এবং তাদের সাথেও নতুন গান নিয়ে কাজ করছেন। কাজের মাঝে খানিকটা বিরতি নিলেও, বর্তমানে তিনি আবার নিয়মিতভাবে গান করছেন এবং প্লেব্যাকসহ বিভিন্ন নতুন গানের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।