দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
গত ৬ জানুয়ারী মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এবং জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সংসদীয় আসনের দলীয় প্রার্থীকে অবহিত না করে একটি যোগদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। ওই কর্মসূচির মাধ্যমে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল আহমেদকে বিএনপিতে যোগদান করানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রাহেল আহমেদের বিরুদ্ধে অতীতে ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় তিনি আসামি। এ অবস্থায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করার ঘটনায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ধানের শীষের সমর্থক ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জেলা বিএনপির দাবি।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কিংবা জেলা কমিটির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এককভাবে এ যোগদান কার্যক্রম পরিচালনা করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি অবগত হন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, দলীয় সিদ্ধান্ত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনগর উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হোক—এমন কর্মকাণ্ড দল কখনোই প্রশ্রয় দেয় না। দলীয় স্বার্থ, আদর্শ ও সাংগঠনিক ঐক্য অক্ষুণ্ন রাখতে বিএনপি সর্বদা আপোষহীন থাকবে।
জেলা বিএনপি সূত্র জানায়, উক্ত কারণ দর্শানোর নোটিশের অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. নাসের রহমানের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি দলীয় অফিস নথিতেও সংরক্ষণ করা হয়েছে।







