মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। পৌর পেশাজীবী বিভাগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আলাউদ্দীন শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি আবু নোমান মুইন এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলকাছ উর রহমান। এছাড়াও জেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতে হবে। তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই মাত্র পাওয়া
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
-
মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশিত: ১০:০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- 34
ট্যাগ :
জনপ্রিয়












