বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের রাজনগরে মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলম, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি খালিছুর রহমান। সংবর্ধিতরা হলেন পাঁচগাও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, বিমলাচরন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গফুর, রাজনগর আইডিয়েল হাইস্কুলের সিনিয়র শিক্ষক আ ক ম মিজানুল হক ও অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়েঅফিস সহকারি কাম হিসাব রক্ষক সুবেন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, রাজনগর আইডিয়েল হাইস্কুল প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, কাঁন্দিগাও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শংকর দুলাল দেব ও হাছিনা বেগম, জয়েন্ট সেক্রেটারী সাব্বির আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হোসেন, সহ-প্রকাশনা সম্পাদক দিলারা বেগম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবেদ আলী, সহঃ দপ্তর সম্পাদক আব্দুল মজিদ চৌ. ও রজব আলী রানা প্রমূখ।