বাংলাদেশ ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে চাতলাপুরের আমদানি-রপ্তানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এবং চেকপোস্ট দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে। তবে ছুটির সময়েও ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা যায়।

এ বিষয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া জানান, “দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে দুর্গাপূজার ছুটি শেষে লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী ৬-৭ অক্টোবর পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন বিভাগ চালু আছে। প্রতিবছরের মতো এবারও হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের (বাংলাদেশ-ভারত) ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে উল্লিখিত সময়ে চাতলাপুর বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে ৩ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে। “

ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, “দূর্গাপূজা উপলক্ষে ২৮ তারিখ থেকে ২ অক্টোবর পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই কয়েক দিনের জন্য স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকে। এতে কিছুটা সাময়িক অসুবিধা হলেও ধর্মীয় সম্প্রীতির জন্য সবাই এই সিদ্ধান্তকে সমর্থন জানাই।”

উল্লেখ্য, চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, প্লাস্টিক পণ্য, রড, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। একই সঙ্গে এই বন্দর দিয়ে ভারত থেকে কয়লা, পাথর, চুনাপাথর, আদা, শুকনো মরিচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং বিভিন্ন কাঁচামাল আমদানি করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে চাতলাপুরের আমদানি-রপ্তানি

প্রকাশিত: ০৩:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এবং চেকপোস্ট দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে। তবে ছুটির সময়েও ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা যায়।

এ বিষয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া জানান, “দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে দুর্গাপূজার ছুটি শেষে লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী ৬-৭ অক্টোবর পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন বিভাগ চালু আছে। প্রতিবছরের মতো এবারও হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের (বাংলাদেশ-ভারত) ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে উল্লিখিত সময়ে চাতলাপুর বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে ৩ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে। “

ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, “দূর্গাপূজা উপলক্ষে ২৮ তারিখ থেকে ২ অক্টোবর পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই কয়েক দিনের জন্য স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকে। এতে কিছুটা সাময়িক অসুবিধা হলেও ধর্মীয় সম্প্রীতির জন্য সবাই এই সিদ্ধান্তকে সমর্থন জানাই।”

উল্লেখ্য, চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, প্লাস্টিক পণ্য, রড, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। একই সঙ্গে এই বন্দর দিয়ে ভারত থেকে কয়লা, পাথর, চুনাপাথর, আদা, শুকনো মরিচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং বিভিন্ন কাঁচামাল আমদানি করা হয়।