দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়া কুলাউড়া উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে আগামী এক বছরের জন্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অফ কুলাউড়া (পুসাক) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) সংগঠনের ২০২৪-২৫ কার্যকরী কমিটির সভাপতি মাজহারুল ইসলাম তানভীর (জবি) ও শিবলী সাদিক সজীব (শাবিপ্রবি) সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়।
উক্ত কমিটিতে সভাপতি পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জুবেল হুসাইনকে মনোনিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাফিজুর রহমান মোর্শেদ (জবি), সহ-সভাপতি আজিজুর রহমান (নোবিপ্রবি), নাঈম আলম (শাবিপ্রবি), সাইফুর রহমান (ববি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদ আলম (ফমেক), মাহফুজা জান্নাত মিমি (সাসমেক), বিভব রঞ্জন ভট্টাচার্য্য (শাবিপ্রবি), মো. এনামুল হাসান (সিওমেক), তাবাসসুম রহমান (সিওমেক), সৈয়দ সাইদুল ইসলাম (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম আহমেদ চৌধুরী (শাবিপ্রবি) সহ-সাংগঠনিক সম্পাদক পদে আহবাব জামান আকিব (সিকৃবি), মো: হাফিজুর রহমান নাজিম (যবিপ্রবি), শিক্ষা বিষয়ক সম্পাদক পদে শুভশ্রী দেব শ্রেয়া (জবি), উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাওয়া সবুর জ্যোতি (শসৈনইমেক), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আলী সুমন (শাবিপ্রবি) উপ-অর্থ সম্পাদক পদে মো: আলী জহুর (সিকৃবি), দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান রুমান (চুয়েট), শাহরিয়ার আহমদ শাওন (মাভাবিপ্রবি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহির আহমদ (ঢাবি), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ ফাহিম সিকদার নাজিম (সিকৃবি), মোহাম্মদ মুক্তাসিন খান (বুয়েট), সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইসলাম তানিয়া (সিকৃবি), উপসংস্কৃতি সম্পাদক রাজিন সামী (সিকৃবি), ক্রীড়া সম্পাদক পদে প্রশান্ত রাজবর (বেরোবি), উপ-ক্রিড়া সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম মাশরাফি (শাবিপ্রবি), কার্যকরী সদস্য পদে মো: সাব্বির আলী (ববি), মোঃ মোশাররফ হোসাইন (শাবিপ্রবি), সৌমেন দে (মাভাবিপ্রবি), ফাহিম আহমেদ (ঢাডেক) নুসরাত জাহান মিম (জামেক)।
উল্লেখ্য আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।