বাংলাদেশ ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আহবায়কের বিরুদ্ধে অভিযোগ এনে বাগছাস থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজারের সংগঠক ছামি

  • রাব্বি মিয়া
  • প্রকাশিত: ০৪:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 11

রাজনৈতিক পথচলার ইতি টেনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মৌলভীবাজার জেলা শাখার সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রনেতা আব্দুস সোপান ছামি।

তার এই পদত্যাগের কারণ হিসেবে তিনি সংগঠনের জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ জনির বিরুদ্ধে ‘ন্যারো মাইন্ডেড’ মানসিকতার অভিযোগ এনেছেন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ছামি পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আজ থেকে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলাম। আমি অনেক চিন্তাভাবনার পর দেখেছি সঠিক মানুষের জন্য রাজনীতি কোনো সময় পসিবল হয় না।”

বিকালের দিকে তিনি একটি পদত্যাগপত্রও জমা দেন। পদত্যাগপত্রে ছামি লেখেন, “আমি মোঃ আব্দুস সোপান ছামি, গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক  হিসেবে কিছু দিন ধরে গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ভাবে কিছু দিন থেকে দেখে আসছি আমার সিনিয়র এবং জুনিয়র সাংগঠনিক মত তেমন একটা মিল হয়  না, আর আমি সারা বাংলাদেশের ছাত্র সংসদ নিয়ে কথা বলছি না। আমি মৌলভীবাজার জেলার বিষয় নিয়ে কথা বলছি। আমি ন্যারো মাইন্ডেড মানুষের সাথে রাজনীতি করব না (যেমন আহ্বায়কের কথা বলছি)। এজন্য আমি এবং আরো কিছু কারণবশত আমি আর এই পদে দায়িত্ব পালন করতে পারব না,  তাই আজকের তারিখ থেকে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে বাগছাসের মৌলভীবাজার জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ বলেন, “উনার সাথে আমার কোনো সমস্যা নেই, ব্যক্তিগত ভাবে নেই, সাংগঠনিক ভাবেও নাই। তিনি যদি কোনো কিছু ক্লেইম করে উনার উচিত ছিলো প্রমাণ সহকারে উপস্থাপন করা, তিনি এমন কোনো কিছু না করে সরাসরি কারো নামে ব্লেইম দিলে তো সেটা গ্রহণযোগ্য হবে নাহ। উনার উচিত ছিলো কোনো কিছু ঘটে থাকলে সেটা নিয়ে আলোচনা করা বা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা। কমিটির কারো সাথে আলোচনা না করেই কোনো ভেলিড কারণ ছাড়া অযথা ব্লেইম দিয়ে পদত্যাগ করেছেন।”

আহবায়কের বিরুদ্ধে অভিযোগ এনে বাগছাস থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজারের সংগঠক ছামি

প্রকাশিত: ০৪:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক পথচলার ইতি টেনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মৌলভীবাজার জেলা শাখার সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রনেতা আব্দুস সোপান ছামি।

তার এই পদত্যাগের কারণ হিসেবে তিনি সংগঠনের জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ জনির বিরুদ্ধে ‘ন্যারো মাইন্ডেড’ মানসিকতার অভিযোগ এনেছেন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ছামি পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আজ থেকে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলাম। আমি অনেক চিন্তাভাবনার পর দেখেছি সঠিক মানুষের জন্য রাজনীতি কোনো সময় পসিবল হয় না।”

বিকালের দিকে তিনি একটি পদত্যাগপত্রও জমা দেন। পদত্যাগপত্রে ছামি লেখেন, “আমি মোঃ আব্দুস সোপান ছামি, গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক  হিসেবে কিছু দিন ধরে গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ভাবে কিছু দিন থেকে দেখে আসছি আমার সিনিয়র এবং জুনিয়র সাংগঠনিক মত তেমন একটা মিল হয়  না, আর আমি সারা বাংলাদেশের ছাত্র সংসদ নিয়ে কথা বলছি না। আমি মৌলভীবাজার জেলার বিষয় নিয়ে কথা বলছি। আমি ন্যারো মাইন্ডেড মানুষের সাথে রাজনীতি করব না (যেমন আহ্বায়কের কথা বলছি)। এজন্য আমি এবং আরো কিছু কারণবশত আমি আর এই পদে দায়িত্ব পালন করতে পারব না,  তাই আজকের তারিখ থেকে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে বাগছাসের মৌলভীবাজার জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ বলেন, “উনার সাথে আমার কোনো সমস্যা নেই, ব্যক্তিগত ভাবে নেই, সাংগঠনিক ভাবেও নাই। তিনি যদি কোনো কিছু ক্লেইম করে উনার উচিত ছিলো প্রমাণ সহকারে উপস্থাপন করা, তিনি এমন কোনো কিছু না করে সরাসরি কারো নামে ব্লেইম দিলে তো সেটা গ্রহণযোগ্য হবে নাহ। উনার উচিত ছিলো কোনো কিছু ঘটে থাকলে সেটা নিয়ে আলোচনা করা বা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা। কমিটির কারো সাথে আলোচনা না করেই কোনো ভেলিড কারণ ছাড়া অযথা ব্লেইম দিয়ে পদত্যাগ করেছেন।”