এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে একটু পরেই অর্থাৎ ৮:৩০ মিনিটে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় ব্যাটিং করে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিতেই এবার ভিন্ন কৌশল নিয়েছেন লিটন। তিনি আশা করছেন, বোলাররা শুরুতেই লঙ্কানদের চাপে ফেলতে পারবেন।