মহান শিক্ষা দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০টায় বৈরী আবহাওয়ার মধ্যেও সমাবেশ করে ছাত্র ফ্রন্ট। ছাত্রসংসদ নির্বাচন ছাড়াও উঠে আসে নানান দাবি।
অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার প্রধান সংগঠক রাজিব সূত্রধর এবং সঞ্চালনা করেন শ্যামল সরকার। বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ শাখার সংগঠক হিরণ আহমেদ, তাসিন আহমেদ আদি প্রমুখ।
শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতির প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা আজ সংকটাপন্ন। পাশাপাশি কলেজের নিজস্ব সমস্যাগুলোও তুলে ধরেন তারা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল: পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুমের ব্যবস্থা করা, একটি আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং লাইব্রেরিতে নতুন বই সরবরাহ। এছাড়া, দীর্ঘকাল ধরে বন্ধ থাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান তারা।