মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্কের ব্যবস্থা করেছে ইসলামী ছাত্রশিবির, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা।
রবিবার (৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, ফরম পূরণ, মোবাইল ব্যাংকিং সেবা, এবং পেমেন্ট রিসিট প্রিন্টসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা প্রদান করা হয়।
ছাত্রশিবির তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ এই হেল্প ডেস্ক পরিচালনা করছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জুড়ী উপজেলা সেক্রেটারি এম. আব্দুল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্রবান্ধব কার্যক্রম অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা তাদের সুখে-দুঃখে, সমস্যায়-সংকটে, সাফল্যে-ব্যর্থতায় সবসময় ছাত্রশিবিরকে পাশে পেয়েছে। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত একটি নাম, একটি ঐতিহ্য এবং একটি অনুপ্রেরণা।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রচেষ্টা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করার মহৎ উদ্দেশ্য নিয়েই ছাত্রশিবির তার পথচলা অব্যাহত রেখেছে।
এছাড়াও, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আহমেদ বলেন, “ছাত্রশিবিরের ৫ দফা কর্মসূচির মধ্যে চতুর্থ দফা কর্মসূচি হলো ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’। ছাত্রসমাজের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান ও প্রতিকার নিশ্চিত করাই এর লক্ষ্য। শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। এই হেল্প ডেস্কও তারই একটি অংশ। এতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিফ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সাব্বির আহমদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের শিক্ষকগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনকে ধন্যবাদ জানান।