বাংলাদেশ ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কে হবেন বিসিবির সভাপতি? বুলবুল নাকি বিএনপির তামিম?

কে হবেন বিসিবির সভাপতি? বুলবুল নাকি বিএনপির তামিম?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচনটি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

আজ (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে কমিশনে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

১ সেপ্টেম্বর বোর্ড সভার পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা চলছিল। এবার কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। এখন এই কমিশন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে।

এবারের নির্বাচনে সভাপতির পদ নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই পদের জন্য লড়ছেন।

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবির পরিচালকরা নির্বাচিত হয়ে আসেন—ক্লাব থেকে ১২ জন (ক্যাটাগরি-১), বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন (ক্যাটাগরি-২) এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন (ক্যাটাগরি-৩)।

এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ আরও দুজন পরিচালককে মনোনয়ন দেয়। এই ২৫ জন নির্বাচিত পরিচালকই পরবর্তী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচন করবেন।

কে হবেন বিসিবির সভাপতি? বুলবুল নাকি বিএনপির তামিম?

প্রকাশিত: ০৭:০১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচনটি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

আজ (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে কমিশনে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

১ সেপ্টেম্বর বোর্ড সভার পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা চলছিল। এবার কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। এখন এই কমিশন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে।

এবারের নির্বাচনে সভাপতির পদ নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই পদের জন্য লড়ছেন।

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবির পরিচালকরা নির্বাচিত হয়ে আসেন—ক্লাব থেকে ১২ জন (ক্যাটাগরি-১), বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন (ক্যাটাগরি-২) এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন (ক্যাটাগরি-৩)।

এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ আরও দুজন পরিচালককে মনোনয়ন দেয়। এই ২৫ জন নির্বাচিত পরিচালকই পরবর্তী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচন করবেন।