মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের কোরআন শরিফ ও একবেলা আহার উপহার দেয়া হয়েছে। বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মরহুমা শবতের বিবি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক ছাত্রের মাঝে ১০০টিরও বেশি কোরআন শরিফ বিতরণ করা হয় এবং তাদের জন্য বিশেষভাবে একবেলা আহারের আয়োজন করা হয়।
মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য সেজু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদাউস আহমেদ, হাফিজ মাওলানা জামিল আহমদ, হাফিজ মাওলানা আসাদ মাহমুদ এবং সুবেল আহমেদ তালুকদার।
সভাপতি হুমায়ুন রশিদ বলেন, “কুরআন শরীফ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের উৎসাহিত করা। তারা যেন হাফিজ হয়ে ইসলামের কল্যাণে এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
অতিথিরা এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং রক্তদান ফাউন্ডেশনের এ ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।