মৌলভীবাজারের কুলাউড়া শহরে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷
বুধবার (১৩ আগষ্ট) বিকাল ৫:৩০ মিনিটের সময় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন৷ সভায় অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক, বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মামুন আহমদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম, উপজেলা বিএনপির আহবায়ক ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সভাপতি মইনুল হক পবন, ব্যবসায়িক সমিতির সেক্রেটারি আতিকুর রহমান আখই, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন(২৩৫৯) এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাইদুল ইসলাম, কুলাউড়া পৌর শিবিরের সভাপতি জহিরুল ইসলাম জাবের, আব্দুস সামাদসহ প্রমুখ৷
কুলাউড়া উপজেলার ওসি সকল সিএনজি স্ট্যান্ডের দায়িত্বশীলদের বলেন, আমি ট্রাফিক এর দায়িত্ব নিয়ে মাজে মধ্যে নামবো৷ যদি নিয়মের বাহিরে কোনো সিএনজি দেখতে পাই তাহলে আমি আমার সঠিক আইন প্রয়োগ করবো৷
সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ শহরের যানজট হওয়ার কারণ তুলে ধরেন – ট্রাফিক সদস্য কম,বিশেষ করে সিএনজি স্ট্যান্ডের অনিয়ম, রিকশা (মিশুক) এর পরিমাণ বেশি ফুটপাত দখল ও রাস্তার উপর অবৈধ পার্কিং – এসব বিষয়ের মতামত তুলে ধরেন৷
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়, যাতে কুলাউড়া শহরকে যানজট মুক্ত করা যায়৷