মৌলভীবাজারের রাজনগরে গণমিছিলে যোগ দিতে গিয়ে মো. খোয়াজ মিয়া (৬০) নামের জামায়াতের এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী চৌধুরী বাজার এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
নিহত খোয়াজ মিয়া রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মধিপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও একজন কারানির্যাতিত প্রবীণ কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জেলার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরে আয়োজিত গণমিছিলে যোগ দিতে তিনি বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।জানা যায়, তার জানাজার নামাজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে মধিপুর বাইতুল আকসা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমীর ও সেক্রেটারী এক যৌথ বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।