বাংলাদেশ ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার প্রেসক্লাব ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

স্বেচ্ছাসেবক লীগের নেতা ও মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন এবং প্রেসক্লাব থেকে আওয়ামীপন্থী সাংবাদিকদের অপসারণের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৯জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা প্রতিনিধি শামায়েল রহমান। তিনি বলেন, গত গত ৭ জুলাই জামিনে মুক্তি পেয়েছে সন্ত্রাসী তুষার, যে ৩৬ জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিল।

সামায়েল রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, তুষারের জামিনের প্রতিবাদে কোনো গণমাধ্যম সাড়া দেয়নি। বরং, আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর সাংবাদিকরা এই খবর চেপে গিয়ে আন্দোলনকারীদের হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে ছাত্রজনতা প্রতীকীভাবে মৌলভীবাজার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় এবং তালার চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে একটি স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ সহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রেসক্লাব থেকে অপসারণ এবং পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা আরও জানায় যে, পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে কিছু কথিত আওয়ামী সাংবাদিক এবং অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে সেটি পুনরায় দখল করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়ামুল হক ও সংশ্লিষ্টরা ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামীপন্থী শক্তিকে সমর্থন দিয়ে প্রেসক্লাবকে আবারও দলীয়করণে ব্যবহার করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এ বিষয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তানজিয়া শিশির, জাবেদ রহমান, আরিফুল ইসলাম রাব্বি, শাহ মিছবাহ এবং রুহুল আমিন।

মৌলভীবাজার প্রেসক্লাব ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৭:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

স্বেচ্ছাসেবক লীগের নেতা ও মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন এবং প্রেসক্লাব থেকে আওয়ামীপন্থী সাংবাদিকদের অপসারণের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৯জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা প্রতিনিধি শামায়েল রহমান। তিনি বলেন, গত গত ৭ জুলাই জামিনে মুক্তি পেয়েছে সন্ত্রাসী তুষার, যে ৩৬ জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিল।

সামায়েল রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, তুষারের জামিনের প্রতিবাদে কোনো গণমাধ্যম সাড়া দেয়নি। বরং, আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর সাংবাদিকরা এই খবর চেপে গিয়ে আন্দোলনকারীদের হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে ছাত্রজনতা প্রতীকীভাবে মৌলভীবাজার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় এবং তালার চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে একটি স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ সহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রেসক্লাব থেকে অপসারণ এবং পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা আরও জানায় যে, পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে কিছু কথিত আওয়ামী সাংবাদিক এবং অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে সেটি পুনরায় দখল করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়ামুল হক ও সংশ্লিষ্টরা ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামীপন্থী শক্তিকে সমর্থন দিয়ে প্রেসক্লাবকে আবারও দলীয়করণে ব্যবহার করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এ বিষয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তানজিয়া শিশির, জাবেদ রহমান, আরিফুল ইসলাম রাব্বি, শাহ মিছবাহ এবং রুহুল আমিন।