বাংলাদেশ ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে সুন্দরম এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার এর শিশু কিশোর সংগঠন সুন্দরম এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ‘আমরা আনবো আলোকিত ভোর’ এই স্লোগান নিয়ে ১৯৯৬ সালে গড়ে উঠা সংগঠন সুন্দরম এর ২ জানুয়ারি ২০২৬ ছিল ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে ৩ জানুয়ারি, শনিবার খোয়াই থিয়েটার মিলনায়তনে অপরাহ্নে বিপুল সংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের জন্যে বিভিন্ন খেলা-ধুলা, আনন্দ আড্ডা এবং জুবায়েদ হুসেন নির্দেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দের আলপনা’ এবং সুকুমার রায় এর ছোট গল্প অবলম্বনে রচিত নাটক ‘টাকার আপদ’ প্রদর্শনীর।

সন্ধ্যায় সুন্দরম্ সমন্বয়ক মোঃ মোক্তাদির হোসেন এর সঞ্চলনায় এবং খোয়াই থিয়েটার এর সভাপতি তোফাজ্জল সোহেল সভাপতিত্বে শুরু হওয়া আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও গল্পকার তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, গোপী মোহন দাস, নাট্যমেলার নাট্যকরমী নুরজাহান বিভা, খোয়াই থিয়েটার সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।

অনুষ্ঠানে সুন্দরম্ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা শুভেচ্ছা বক্তব্য রাখেন খোয়াই থিয়েটার সহ-সভাপতি সিদ্দিকী হারুন, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সুন্দরম্ সহ-সমন্বয়ক জুবায়েদ হোসেন, নাট্যকরমী হ্যাপী ভৌমিক, শেখ ওসমান গনি রুমী, আব্দুল হামিদ, হাবিব খোকন, তনুকা সেন মিমু, শারমীন রিতু, শ্রাবনী দেব প্রমুখ।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আসা সম্মানিত অতিথিবৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানে খোয়াই থিয়েটার মিলনায়তনটি শিশু কিশোর, অভিভাবক ও দর্শকে উৎসবমুখর ছিল

বর্ণাঢ্য আয়োজনে সুন্দরম এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার এর শিশু কিশোর সংগঠন সুন্দরম এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ‘আমরা আনবো আলোকিত ভোর’ এই স্লোগান নিয়ে ১৯৯৬ সালে গড়ে উঠা সংগঠন সুন্দরম এর ২ জানুয়ারি ২০২৬ ছিল ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে ৩ জানুয়ারি, শনিবার খোয়াই থিয়েটার মিলনায়তনে অপরাহ্নে বিপুল সংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের জন্যে বিভিন্ন খেলা-ধুলা, আনন্দ আড্ডা এবং জুবায়েদ হুসেন নির্দেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দের আলপনা’ এবং সুকুমার রায় এর ছোট গল্প অবলম্বনে রচিত নাটক ‘টাকার আপদ’ প্রদর্শনীর।

সন্ধ্যায় সুন্দরম্ সমন্বয়ক মোঃ মোক্তাদির হোসেন এর সঞ্চলনায় এবং খোয়াই থিয়েটার এর সভাপতি তোফাজ্জল সোহেল সভাপতিত্বে শুরু হওয়া আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও গল্পকার তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, গোপী মোহন দাস, নাট্যমেলার নাট্যকরমী নুরজাহান বিভা, খোয়াই থিয়েটার সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।

অনুষ্ঠানে সুন্দরম্ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা শুভেচ্ছা বক্তব্য রাখেন খোয়াই থিয়েটার সহ-সভাপতি সিদ্দিকী হারুন, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সুন্দরম্ সহ-সমন্বয়ক জুবায়েদ হোসেন, নাট্যকরমী হ্যাপী ভৌমিক, শেখ ওসমান গনি রুমী, আব্দুল হামিদ, হাবিব খোকন, তনুকা সেন মিমু, শারমীন রিতু, শ্রাবনী দেব প্রমুখ।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আসা সম্মানিত অতিথিবৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানে খোয়াই থিয়েটার মিলনায়তনটি শিশু কিশোর, অভিভাবক ও দর্শকে উৎসবমুখর ছিল