মৌলভীবাজার-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রতিটি উপজেলার যেসব জায়গা খাস জমি রয়েছে, এই জমিগুলোকে আমরা আরো উন্নত করে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলবো। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এই যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। যুব সমাজের ভূমিকার কারণেই এই স্বৈরাচারী গোষ্ঠী দেশ থেকে পলায়ন করেছে। আমরা দেখেছি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যত ভালো কাজ হয়েছে ইনকিলাব হয়েছে সেইসব কাজে কিন্তু যুব সমাজি সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমি আশা করি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই যুব সমাজ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: ৮ নং ওয়ার্ড মুর্শেদ কাপ ফুটসাল বার ফুটবল টুর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এই খেলাটি আয়োজন করে মৌলভীবাজার পৌরসভাবাসিকে উপভোগ করার একটি ক্ষেত্র তৈরি করেছেন, আমি প্রথমেই এই খেলার আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা খেলাধুলায় অংশগ্রহণ করে খেলাটি উপভোগ্য করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে মানুষের মন ভালো থাকে, অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে।
মৌলভীবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের টিমগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মুর্শেদ কাপ ফুটসাল বার ফুটবল টুর্নামেন্ট ২৫, যা তরুণদের মাঝে ক্রীড়াচর্চা ও ঐক্যবদ্ধতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লার তরুণ দলসমূহ। খেলাগুলো অনুষ্ঠিত হয় চরম প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ পরিবেশে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া অনুরাগীরা।
পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মুক্তাদির আহমদ, মৌলভীবাজার পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মহিউদ্দিন আহমদ শাহিনসহ আরো অন্যান্যরা।
আয়োজক আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। খেলার মাধ্যমে একটি উন্নত জাতি গঠন করা যায়। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা চাই আগামী দিন একটি হামজা তৈরি হবে ইনশাল্লাহ। এই খেলা শুধু মৌলভীবাজারের ৮ নং ওয়ার্ডের সীমাবদ্ধ থাকবে না, এখান থেকে বাংলাদেশের জাতীয় ফুটবলে একজন ভালো মানের খেলোয়াড় উপস্থাপন করবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এই ০৮ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ইন্দোনমূলক কাজে এবং প্রত্যেকটি ভালো কাজে, আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই ওয়ার্ডকে একটি মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এই ওয়ার্ডকে আমরা একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । এই ওয়ার্ডের যত প্লেয়ার আছে সব প্লেয়ারদেরকে নিয়ে একটি রেজিস্টার্ড ক্লাব গঠন করব। আমরা কথা দিচ্ছি এই খেলাটি শেষ নয় আমরা তিন মাস অন্তর এই খেলাটি আয়োজন করবো, ইনশাআল্লাহ।