কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া চা-বাগানের বাসিন্দা চা-শ্রমিক অনিল শাঁওতালের ছেলে গোপাল শাঁওতালকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া চা-বাগানে গিয়ে হুইল চেয়ার দেন জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার এবং স্থানীয় নেতৃবৃন্দ।