জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারও পরীক্ষা বাতিল করা হয়েছে, আবার কেউ আগামী ১, ৩ কিংবা ৪ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
গত ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. ফকির রফিকুল আলম, ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকোত্তর শিক্ষা; ড. মোঃ আশেক কবির চৌধুরী, ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকপূর্ব শিক্ষা; রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যক্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ; অধ্যক্ষ, টঙ্গী সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (সদস্য সচিব)।
সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, অভিযোগপত্র, নকলের আলামত ও ব্যাখ্যা পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে শাস্তি আরোপ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধিমালা অনুযায়ী, শাস্তির ধরন হিসেবে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে এবং অনেকে পরবর্তী ১, ৩ অথবা ৪ বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
এ বিষয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও তাদের সংশ্লিষ্ট কলেজের নামের তালিকা প্রকাশ করা হয়।