‘সবুজে সাজাই বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৯ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও চ্যানেল আই মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালাম এবং সঞ্চালনা করেন মোজাহিদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের ডিপুটি ফরেস্ট অফিসার আবুল কালাম বলেন, “জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করতে পারলে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,বাংলালিংক মৌলভীবাজার এরিয়া ম্যানেজার চৌধুরী নাহিয়ান বিন ফয়সাল,দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল,আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মো. সেলিম,,ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিহাবুর রহমান,কবি ইয়াসিন সেলিম ও সাংস্কৃতিক কর্মী এমএস আলম
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক ফাহাদ আহমদ, সাংবাদিক রিপন মিয়া, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে চারা রোপণ করেন।