ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে সরব হয়েছেন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে।
দুপুরের পর মনোনয়ন ফরম নেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খানসহ একাধিক ছাত্রদল নেতা। বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়ন ফরম নিতে আসেন আরেক ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। ফরম নেওয়া পর সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংগঠনটির ভেতরে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন ছাত্র সংগঠনটির জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কারণে তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।