ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে হল পর্যায়ের ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ কমিটি গঠন করবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিব। রাকিব জানান, “গত ৯ আগস্ট হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নিয়ে আমাদের প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল।”
তিনি আরও বলেন, “আজকের বৈঠকে প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের আগে ২৩টি ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মতামতও নেওয়া হবে। বৈঠকে ক্যাম্পাসে চলমান ‘গুপ্ত রাজনীতি’ নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে রাকিব বলেন, “শিক্ষকরা স্বীকার করেছেন, ইসলামী ছাত্রশিবির তাদের পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দখল করছে—যেমনটা আগে ছাত্রলীগ করেছিল। গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে, তার পেছনে এই গুপ্ত রাজনীতিই দায়ী।”
তিনি জানান, প্রশাসন এ ধরনের রাজনীতি বন্ধে নতুন রূপরেখা প্রণয়নের আশ্বাস দিয়েছে।