বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দিনভর বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা

মৌলভীবাজারে দিনভর মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্বি পেয়েছে ।

আজ ৪ আগস্ট সোমবার, সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে শহর ও আশেপাশের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। বিশেষ করে কোদালীছড়া দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল হওয়ায় শহরে জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। বৃষ্টির কারণে মনু নদীসহ জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে, যা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এদিকে দিনভর টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাহিরে বের হচ্ছেন না। তবে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া দিনমজুর মানুষদের। জানা যায়, জেলার বিভিন্ন উপজেলাতেও গতকাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হচ্ছে।

মৌলভীবাজারে দিনভর বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা

প্রকাশিত: ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

মৌলভীবাজারে দিনভর মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্বি পেয়েছে ।

আজ ৪ আগস্ট সোমবার, সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে শহর ও আশেপাশের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। বিশেষ করে কোদালীছড়া দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল হওয়ায় শহরে জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। বৃষ্টির কারণে মনু নদীসহ জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে, যা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এদিকে দিনভর টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাহিরে বের হচ্ছেন না। তবে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া দিনমজুর মানুষদের। জানা যায়, জেলার বিভিন্ন উপজেলাতেও গতকাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হচ্ছে।